রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে ও জনসম্পৃক্ততা উপলক্ষে উঠান বৈঠক ও শীত বস্ত্র বিতরণ করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বসুরহাট পৌরসভা বিএনপি'র উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুল মতিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়বাদী দল বিএনপি'র কেন্দ্রীয়সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে সাংগঠনিক সমন্বয়ক বজলুল করিম চৌধুরী আবেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, পৌরসভা বিএনপির সহ-সভাপতি সওকত হোসেন সগির,সহ-সভাপতি আবু তোহা, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, ,উপজেলার যুবদলের যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম শামসুদ্দিন হায়দার, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন, সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক নুর নবী আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এমরান হোসেন সাগর,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নূরুদ্দিন রুবেল প্রমূখ।
অনুষ্ঠান শেষে বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায় হতদরিদ্র প্রায় ৫ শতাধিক শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলেদেন প্রধান অতিথি বজলুল করিম চৌধুরী আবেদ।