এইমাত্র
  • চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা
  • নতুন করে পরীক্ষা, কী চিকিৎসা জানা যাবে এক সপ্তাহ পর
  • থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম
  • পুরোদমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ
  • ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের তথ্য বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বিয়ে করে সংসার করেছিলাম, সেটার স্বাদও নিয়েছি: জয়া আহসান
  • পারিবারিক সহিংসতার শিকার নির্মাতা!
  • হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার বাংলাদেশের ওপর বিরক্ত: ধর্ম উপদেষ্টা
  • আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে, কিছুই তো বুঝতেছি না: নিলয় আলমগীর
  • ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে ভূমিদস্যু হায়না মোবারক হওয়ার গল্প
  • আজ শুক্রবার, ২৭ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

    বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় বোরো ধান আবাদ শুরু হয়েছে। এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন উৎসব শুরু হয়েছে। জমিতে সেচ, হালচাষ, সার প্রয়োগ, চারা উত্তোলন ও প্রস্তুত জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর উপজেলায় ৭ হাজার ৩৯৮ হেক্টর জমিতে বোরো ধানচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

    গতবছর এ লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ হাজার ৩০০ হেক্টর। বর্তমান বাজারে ধানের দাম ভালো পাওয়ায় বোরো আবাদে দিন দিন কৃষকদের আগ্রহ বেড়েছে। তাদের ধারণা, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বোরো আবাদ।

    সরেজমিনে উপজেলার কেঁওচিয়া, ছদাহা ও ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। কোথাও কোথাও গভীর নলকূপ থেকে চলছে পানি সেচ, ট্রাক্টর, পাওয়ার, টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়া কৃষকদের মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে। আবারও বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কৃষকদের শরীরে রয়েছে হালকা শীতের পোশাক, মাথায় গরম কাপড়। কেউ জমিতে হাল চাষ করছেন, কেউ জমির আইলে কোদাল কোপাচ্ছেন। কেউ আবার জৈব সার দিতে ব্যস্ত, সেচের জন্য ড্রেন নির্মাণ বা পাম্পের জন্য ঘর তৈরি করছেন। অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। কেউ আবার বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ করছেন। সব মিলিয়ে আনন্দে রয়েছেন কৃষক—কৃষাণীরা।

    উপজেলার কেঁওচিয়ার বোরো ধান চাষি আব্দুল মান্নান বলেন, গত বছর বোরো চাষাবাদ করে লাভবান হয়েছি। এবারও সেই আশায় বোরো চাষ শুরু করেছি। বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করেছি। কয়েকদিনের মধ্যে সব জমি প্রস্তুত করে ধান রোপণ করব।

    দক্ষিণ ঢেমশা এলাকার বোরো চাষি জাফর আহমদ বলেন, গত আমন মৌসুমে বিভিন্ন ধানের ফলন ও বাজার মূল্য ভালো ছিল, তাই অনেক আয় করেছি। এজন্য চলতি মৌসুমে বোরো আবাদ করতে ভালো লাগছে।

    ছদাহা এলাকার মো. আলী নামের এক কৃষক বলেন, বোরো ধানচাষে আমনের তুলনায় খরচ বেশি। বর্তমান বাজারে ধানের দাম ভালো। এজন্য ধানচাষে অনেকের আগ্রহ বাড়ছে।

    কৃষক মো. মিয়া বলেন, বোরো ধান রোপণে জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, চারা তোলার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। এ বিষয়ে কৃষি বিভাগ আমাদের সহায়তা করছে।

    সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলায় এরই মধ্যে বোরো ধানের চারা উত্তোলন ও রোপণ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো বীজতলা তৈরি হচ্ছে।

    তিনি বলেন, কয়েক বছর থেকে ধানের দাম ভালো হওয়ায় ধান চাষে ভীষণ আগ্রহী হয়েছেন চাষিরা। এ বছর উপজেলায় ৭ হাজার ৩৯৮ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৮০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করেছেন কৃষকরা। আশা করছি এ বছরও বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…