জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঢাকামুখী বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছেন। দেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করলেও, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৯ বছরে চালু হয়নি ঢাকার সঙ্গে সরাসরি পরিবহন ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ঢাকার সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু হলে তাদের দৈনন্দিন যাতায়াত যেমন সহজ হবে, তেমনই শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য সময় এবং খরচও কমে আসবে।
বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা, বিশেষত মাওনা, গাজীপুর ও ঢাকার সঙ্গে প্রচুর সংখ্যক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন। একটি বাস যদি ভালুকা পর্যন্ত যেতে পারে, তাহলে গাজীপুর বা ঢাকা পর্যন্ত কেন যেতে পারবে না? অনেক শিক্ষার্থী বাসে হয়রানির শিকার হন। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, বাসের রুট বৃদ্ধি করা হোক।”
শুধু শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাদের জন্যও ঢাকামুখী যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা, গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য তাদের ঢাকায় যাওয়া নিয়মিত।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আবু ইসহাক অনিক বলেন, “এই রাস্তায় আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। দুর্ঘটনার ঝুঁকিও কম নয়। যদি প্রশাসন ঢাকামুখী বাস চালু করে, তবে এটি হবে আমাদের জন্য খুবই কল্যাণকর। দীর্ঘদিনের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।”
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল বলেন, “অন্তত গাজীপুর পর্যন্ত বাস সার্ভিস পেলে চাকরির পরীক্ষা দিতে আমাদের অনেক সুবিধা হতো।”
গাজীপুর অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ঢাকামুখী বাস চালুর বিষয়ে একাধিকবার উদ্যোগ নিয়েছিল। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী এ প্রসঙ্গে বলেন, “শিক্ষক ও পরিবহন প্রশাসক হিসেবে আমি ঢাকামুখী বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তা বুঝি। খুব শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।”
এআই