কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম (৪২)। তিনি উপজেলার শিমুলবাড়ী এলাকায় মৃত কাচু মামুদের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এআই