পূর্বের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এ ঘটনায় এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।
জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গত বুধবার কুষ্টিয়া থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম। এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন।
এদিকে, আজ রাত ১১টার মধ্যে ওসি শাহ আলমকে গ্রেফতার করা না হলে উত্তরা পূর্ব থানা অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এইচএ