টাঙ্গাইলের সখীপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ শিহাব রায়হান । বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল সামা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ উপজেলর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করে।
এআই