টিফিন বক্স ও পানির বোতল এখন মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্যে পরিণত হয়েছে। শহর–গ্রামনির্বিশেষে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতল ব্যবহার করে থাকে। এতো দিন এসব পণ্যে কোনো ভ্যাট ছিল না। এবার প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতলের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসবে। ফলে টিফিন বক্স ও পানির বোতলের দামও বাড়বে।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।
টিফিন বক্স ও পানির বোতল এখন মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্যে পরিণত হয়েছে। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসলেও শেষ পর্যন্ত তা ভোক্তার ঘাড়েই চাপবে। এত দিন এসব পণ্যে কোনো ভ্যাট ছিল না।
উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্ল্যাস্টিকের পানির বোতলের দাম যদি হয় ১০০ টাকা, তাহলে উৎপাদন পর্যায়ে এই বোতলের জন্য ১৫ টাকা ভ্যাট দিতে হবে উৎপাদককে। ফলে উৎপাদন পর্যায়ে এই পানির বোতলের দাম ১৫ টাকা বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।
এইচএ