ভোলার চরফ্যাশনে স্বামীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান হাফছা (২৩) নামের এক গৃহবধূ।
রবিবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের আলী শাহ বাড়িতে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার সময়ের কন্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাফছা ওই বাড়ির মো. মামুন মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী। স্বামী মামুন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে চাকরি করেন। তাদের ৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তার শশুর পেশায় একজন ব্যবসায়ী। চরফ্যাশন বাজারে তার গার্মেন্টসের দোকান রয়েছে। হাফছার মৃত্যুতে তার পরিবারের কোনো অভিযোগ নেই।
মৃত হাফছার খালাতো ভাই তাইজুল ইসলাম তানজিদ এবং চরফ্যাশন থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৫ বছর আগে পারিবারিকভাবে ব্যাংক কর্মকর্তা মামুনের সঙ্গে বিয়ে হয় হাফছার। বিয়ের কয়েকবছর তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে হাফছা বাড়িতে একা ছিল। তার শাশুড়ী ননদের বাড়ি ভোলায় ছিলেন। হাফছা ফাঁস নেওয়ার আগে তার স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে তার তর্কবিতর্কের সৃষ্টি হয়। এরপর মুঠোফোনের লাইন কেটে দিয়ে শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে ঘরের সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে হাফছা আত্মহত্যা করে।
রাত সাড়ে ১১টার দিকে শশুর সালাউদ্দিন বাজার থেকে বাড়িতে গিয়ে দেখেন ঘরের সমস্ত দরজা-জানালা বন্ধ। এরপর তিনি একাধিকবার ডাক-চিৎকার করার পরেও হাফছার কোনো সাড়াশব্দ পাননি। বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, হাফছা গলায় ফাঁস লাগিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আছে।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি৷ সেই প্রতিবেদন অনুযায়ী ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন মর্মে আমরা জানতে পেরেছি। তবে, তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচএ