কিশোরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা শহরের নগুয়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌরসভার ৮নং ওয়ার্ডের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
৮নং ওয়ার্ডের আমির মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, পৌরসভার আমির মাওলানা আ ম ম আবদুল হক।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, জামায়াতে ইসলামী গণমানুষের দল। বিভিন্ন দুর্যোগে সবসময়ই জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারের শীতে কিশোরগঞ্জ জেলা প্রায় ৭ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
এআই