চট্টগ্রামের মিরসরাইয়ে ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেবো পেট্রোল পাম্পের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মহিলাটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা কেউ চিনছেন না। পরে পুলিশ খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত নারী পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. নাছরিন নাহার মিতু জানান, পুলিশ একটা নারীকে হাসপাতালে নিয়ে আসলে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা পর দেখা যায় তিনি বেঁচে নেই। অজ্ঞাত নারীটি হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে।
এআই