এইমাত্র
  • তীরে গিয়ে তরি ডুবল খুলনার, রংপুরের টানা ৭ জয়
  • ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আটক
  • হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
  • ৩৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
  • ফেব্রুয়ারিতে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
  • মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
  • সচিবালয়ের সামনে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • ৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
  • চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা এসআইদের
  • পূর্বাচলে প্লট কেলেঙ্কারি: দুদকের মামলায় আসামি ব্রিটিশমন্ত্রী টিউলিপ
  • আজ সোমবার, ৩০ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    কুমিল্লা সীমান্তে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

    কুমিল্লা সীমান্তে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

    কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে সীমান্ত বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্ত একটি পুকুরের পাড়ে এই বেড়া তুলছে বিএসএফ।

    স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।

    সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

    সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনত দন্ডনীয় হলেও ভারতীয়রা ২০/৩০ গজ ভিতরে বেড়া করছে। তবে, বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

    এছাড়াও, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরো বলেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দেয়।

    শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, আমরা আগে শুনতাম দেড়শ গজের ভিতরে কোন তারকাঁটা বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই তাঁরকাটা বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাঁক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়। সীমান্ত থেকে না চলে গেলে তারা আমাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। কোনো পাবলিক ওইখানে গেলে তারা বলে "যাও আউট, নইলে গুলি করবো"।

    আরেকজন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, আমরা এলাকাবাসীরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দিচ্ছে তারা (বিএসএফ) আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলেন। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসীরা বিপদে পড়বো কারণ এখান দিয়ে তখন হাঁটাচলাও করা যাবে না। আমাদের জমি আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।

    এদিকে সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।

    শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

    এই বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, আমরা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিই নি৷ তবে, দ্রুতই সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবো।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…