বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা র্দীঘ দিন ধরে রাজনীতি করতে আছে, দলের জন্য ত্যাগ শিকার করেছেন এবং ভবিষ্যতে দলকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই রকমের নেতা যেন আমাদের কর্মীদের ধারা নির্বাচিত হয়। সেই বিষয় গুলো নিয়েই আজ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় করা হয়েছে।
তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দিবে, ওই মতামত গুলো আমরা বিবেচনা করে ভবিষ্যতে আমরা কিভাবে দলকে শক্তিশালি করতে পারবো এবং নির্বাচনে দলীয় লোকের পক্ষে থেকে যেন কাজ করা হয় সেই বিষয় গুলো নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আশা যখন নতুন নেতৃত্ব হবো তখন দেখবেন কোন বিরোধ থাকবে না আপনাদের মধ্যে।
আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন, দেশে প্রায় ১২শ’ নেকাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বরিশালেও যদি কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে দল ঠিক এ্যাকশন নিবে।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়, এই সফলতা বিগত ১৫ বছরব্যাপী বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সভাপতিত্বে ও সদস্য সচিব মাঃ জিয়াউদ্দিন সিকদার জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।
এছাড়াও মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সট-আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় টিম প্রধান।