এইমাত্র
  • ‘তুমি কে আমি কে, আছিয়া-আছিয়া’ স্লোগানে উত্তাল ঢাবি-চবি
  • কিউইদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ভারত
  • মায়ের মৃত্যুর তিন দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
  • আছিয়ার ধর্ষণকারীদের বিচার চাইলেন শাকিব খান
  • আমার দেশ সম্পাদকের ওপর হামলা মামলায় ইনু কারাগারে
  • যশোর শিক্ষা বোর্ড স্কুলে ৪০ জনের স্থলে ৯ শিক্ষককে দিয়ে শিক্ষাদান!
  • চট্টগ্রামের আতুরার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড
  • মসিকের সাবেক প্যানেল মেয়র দুলাল গ্রেফতার
  • ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে গণধোলাই দিল শিক্ষার্থীরা
  • ধর্ষকের বিরুদ্ধে মোংলায় বিক্ষোভ মিছিল
  • আজ রবিবার, ২৫ ফাল্গুন, ১৪৩১ | ৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে ইজিবাইকের শোরুমে লুট, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ ক্লোজড

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

    যশোরে ইজিবাইকের শোরুমে লুট, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ ক্লোজড

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

    যশোরে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ইজিবাইকের শোরুমে দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত্ব প্রতিষ্ঠানের সামনে ট্রাক ভিড়িয়ে দোকান থেকে ১৫০ পিচ ব্যাটারী, টায়ার ও ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

    এ ঘটনায় দোকান মালিক আবুল কাশেম বাদি হয়ে আজ্ঞাত নামা ডাকাত দলকে আসামি করে যশোর কোতয়ালি থানায় একটি মামলা অভিযোগ দিয়েছেন।

    খবর পেয়ে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের অন্যান্য টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    জানাগেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে যশোর উপশহর মেইন রোডস্থ গোল্ডেন বাইক নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে যায় মুখবাঁধা একদল দুর্বৃত্ত্ব। দলের সদস্যরা হেক্সো বেলেড দিয়ে দোকানের প্রধান দরজার তালা কেটে ও শার্টার ভেঙে ভেতরে ঢোকে। এরপর ট্রাকে উঠিয়ে সবকিছু নিয়ে গেছে। যা পার্শ্ববর্তী দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। দুর্বৃত্ত্বরা চলে যাওয়ার সময় দোকানের সিসিটিভি ক্যামেরার কম্পিউটার, হার্ডডিস্কসহ যন্ত্রপাতি খুলে নিয়ে যায়।

    দোকানের সত্ত্বাধিকারী আবুল কাশেম বলেছেন, ‘সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে শুক্রবার রাত আড়াইটার দিকে একটি নাম্বার বিহীন মিনি ট্রাক যোগে একদল সশস্ত্র ডাকাতদল যশোর নতুন উপশহরের কবরস্থান মেইন রোডস্থ গোল্ডেন বাইকের শোরুমে হানা দেয়। তারা দোকানের নাইট গার্ড আবুল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে দোকানের তালা হেক্স ব্লেড দিয়ে কেটে ভেতরে ঢোকে। দলের সদস্যরা দোকানের মেঝেতে রাখা মোট ২৫ লাখ টাকা মূল্যের ১৫০ পিচ ইজিবাইকের ব্যাটারী, টায়ার ও খুচরা যন্ত্রাংশ পিকআপ ট্রাকে বোঝাই দিয়ে নিয়ে চলে যায়। প্রায় ৩০ মিনিট ধরে মেইন রোডে লুটপাট চললেও সে সময় রাস্তায় কোন পুলিশি টহল চোখে পড়েনি। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    গতকাল বেলা ১টার সাড়ে ১টার দিকে পুলিশ সুপার জিয়া উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটান্থল পরিদর্শন করেন। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

    এদিকে একই রাতে যশোর শহরের নীলগঞ্জ বিসিক এলাকায় একটি দোকানেও অনুরূপ ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানাগেছে। তবে বিস্তারিত জানা যায়নি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…