বাংলা সিনেমার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। ১ হাজার কোটি টাকার তহবিল থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়। এই তহবিল থেকে সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০২১ সালে এই উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ সাড়া মিলেনি। অজানা কারণে স্বল্প সুদে ঋণ সুবিধার প্রকল্পটি আর সামনে এগোয়নি। বর্তমানে এই প্রকল্পটি বন্ধ আছে বলে জানা গেছে।
সেই সময় জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খানও সিনেমা হল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলনে শাকিব খান আশা প্রকাশ করেছেন, বর্তমান সরকার যদি আবার স্বল্প সুদে ঋণ সুবিধার উদ্যোগ নেয়, তিনি হল নির্মাণে নতুনভাবে উদ্যোগ নেবেন।
শাকিব খান বলেন, ‘আমি সব সময় চাই চলচ্চিত্র হলের সংখ্যা বাড়ুক। আগের সরকার যখন এই স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছিল, তখন অনেকেই হল নির্মাণের কাজ শুরু করেছিল। আমি নিজেও উদ্যোগ নিয়েছিলাম। বর্তমান সরকার যদি এই উদ্যোগ পুনরায় চালু করে, আমি আবার সেই পথে এগোব।’
তিনি আরও বলেন, ‘দেশবাসী বিনোদন পেতে চায়, সিনেমা দেখতে চায়। গত ঈদে বিভিন্ন স্থানে মিডনাইট শো হয়েছে, যা বাংলা চলচ্চিত্রের জন্য একটি ভালো সংবাদ। আশা করছি, এই প্রবণতা অব্যাহত থাকবে। মানুষের বিনোদনের চাহিদা মেটাতে সিনেমা দেখার সুযোগ বৃদ্ধি করতে হবে।’
ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুণী অভিনেতা আফজাল হোসেন, জয়া আহসান, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত।
আরডি