সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৯ জন ইউপি সদস্য পরিষদের নিয়মিত কার্যক্রম বন্ধ রেখে সম্প্রতি ভ্রমণে গিয়েছেন। এতে পরিষদের স্বাভাবিক সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটায় সাধারণ জনগণের ভোগান্তি চরমে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) দিনব্যাপী পরিষদে কোনো দাপ্তরিক কার্যক্রম চলেনি। জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র প্রদান, সরকারি সহায়তার তালিকাভুক্তিসহ গুরুত্বপূর্ণ সব ধরনের সেবা বন্ধ ছিল। সচিব ও ইউপি সদস্যরা বিনা অনুমতিতে একযোগে ভ্রমণে যাওয়ায় পরিষদ কার্যত অচল হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ‘জরুরি কাজে ইউনিয়ন পরিষদে গেলে দেখি কার্যক্রম বন্ধ। প্যানেল চেয়ারম্যান, সচিব ও ৯ জন ইউপি সদস্য সবাই ঘুরতে গেছেন।’
দুর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘জরুরি ভিত্তিতে বগুড়া থেকে একটি ল্যাপটপ কেনার জন্য সচিবকে নিয়ে বের হয়েছি। সাথে কয়েকজন ইউপি সদস্য যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদেরও নিয়ে যাওয়া হয়েছে।’
পরিষদের সচিব আলী আহম্মদ বলেন, ‘আমরা বাইরে থাকলেও পরিষদের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল না। উদ্যোক্তা ও আরও কয়েকজন পরিষদ খোলা রেখেছেন।’
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘প্যানেল চেয়ারম্যান ল্যাপটপ কেনার জন্য বাইরে যাওয়ার কথা জানিয়েছেন। তবে ইউপি সদস্যরা সবাই একত্রে গেছেন—বিষয়টি আমার জানা নেই।’
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/এইচএ