রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুলে শিক্ষামূলক বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি নিহত হন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, কিন্তু তা আর বাস্তব হলো না।
সোমবার রাতে তানভীরের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মির্জাপুরে নেওয়ার পথে নতুন আরেকটি দুর্ঘটনা ঘটে। লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মহাসড়কের সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তানভীরের এক স্বজন আহত হন।
ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও কাছাকাছি দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করেন এবং অন্য একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তানভীরের মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্সটি মৌচাক এলাকায় এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পরে সেনাবাহিনীর সহায়তায় দ্রুত বিকল্প অ্যাম্বুলেন্সে মরদেহ পাঠানো হয়।
তানভীরের অকাল মৃত্যু এবং দুর্ঘটনায় তার স্বজন আহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, 'তানভীর ছিল অত্যন্ত মেধাবী এবং ভদ্র একটি ছেলে। তার এই অপ্রত্যাশিত মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।'
এসআর