মালয়েশিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুইট খান (৩৮) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দেশটির স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা) এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুইট খান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রামের মৃত আইয়ুব খানের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুইট খানের একই কর্মস্থলের সহকর্মী সোহেল সিকদার নামে অপর এক প্রবাসী এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, সুইট খান ৯ বছর পূর্বে বৈধ ভিসায় মালয়েশিয়ায় কাজের জন্য আসেন। এখানে তিনি একটি আইস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে ব্যবসায়িক কাজের জন্য নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলম নামে একটি শহরের আইসিটি পার্কের নিকট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পাশে একটি ড্রেনের মধ্যে পড়ে যান। পরে ঘটনাস্থলেই সুইট খানের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে নিহত সুইট খানের বন্ধু ও তার গ্রামের প্রতিবেশী আজিম উদ্দীন শেখ বলেন, 'তার বৈধ কাগজপত্র আছে। তাই মরদেহ দেশে আনার জন্য পারিবারিকভাবে প্রস্তুতি চলছে। আশা করছি, কয়েকদিনের মধ্যে মরদেহ দেশে পৌঁছাবে।'
এদিকে প্রবাসী সুইট খানের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
এইচএ