এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে মাটে নামবে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। আর এই ম্যাচে অভিষেক হতে পারে বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কিউবা মিচেলের।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
এর আগে গত মাসের শেষ দিকে কিউবা মিচেলকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় কিংস। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব–২১ দলের ফুটবলার কিউবাকে দলে টেনে নেয় তারা। ১০ আগস্ট সকালে দোহায় গিয়ে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি, আর সেদিন রাতেই নেমে পড়েন অনুশীলনে।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে বসুন্ধরা কিংসের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আবাহনী লিমিটেডও। একই দিন বিকেল ৫টায় ঢাকায় কিরগিজস্তানের মোরাস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ছয়বারের প্রিমিয়ার লিগ জয়ীরা। কিংসের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
আরডি