এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বনের গাছ কেটে কারখানার রাস্তা নির্মাণ

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম

    বনের গাছ কেটে কারখানার রাস্তা নির্মাণ

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম

    গাজীপুর মহানগরীর কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকায় বড় ভবানীপুর মৌজার বনভূমির গেজেটভুক্ত সিএস-২২১ দাগ ও আরএস-৬৫ দাগের বনের জমিতে শাল-গজারি গাছ কেটে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণ করে জমিগুলো জবরদখলের চেষ্টা চলছে।

    স্থানীয়দের অভিযোগ, জয়েন্ট স্টার ফ্যাক্টরির কর্তৃপক্ষসহ একদল ভূমিদস্যু প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

    এদিকে গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের কাছে বনভূমির জমিতে অবৈধভাবে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণের বিষয়ে অভিযোগ পৌঁছানোর পরে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান হোসেন জমিটি দখলমুক্ত করতে কার্যক্রম শুরু করেন।

    নির্দেশনা অনুযায়ী বনভূমি জমিটিতে রাস্তা নির্মাণ বন্ধ রাখতে ব্যবস্থা নেয়া হলেও রাতের আঁধারে ভূমিদস্যুরা বনভূমির জমিতে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণ করে পুনরায় দখলে নিয়েছে, যা প্রশাসনের নজরদারির প্রতি এক গুরুতর প্রশ্নচিহ্ন হিসেবে দেখা দিয়েছে।

    এলাকার বাসিন্দারা জানান, বারবার এমন অবৈধ জবরদখলের ফলে বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, যা প্রাকৃতিক পরিবেশ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।

    ক্ষমতাসীন ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জবরদখল বন্ধ রাখার দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

    এ বিষয়ে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান হোসেন বলেন, 'জয়েন্ট স্টার ফ্যাক্টরি কর্তৃপক্ষ বনভূমির গজারি গাছ কেটে রাতের আঁধারে রাস্তা নির্মাণ করেছে। তাদের কাজে বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে আসে।'

    বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের জানানো হয়েছে। এছাড়াও তাদেরকে একদিনের সময় দেওয়া হয়েছে। তারা যদি তাদের ইট দিয়ে ঢালাইকৃত রাস্তা সরিয়ে না নেয়, তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।

    এ ব্যাপারে বন অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ. এস.এম. জহির উদ্দিন আকন বলেন, 'বনভূমির জমি দখল করে রাস্তা নির্মাণ করার কোন সুযোগ নেই। তবে কেউ যদি রাস্তা নির্মাণ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বনভূমির জমি পুনরুদ্ধার করা হবে।'

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…