গাজীপুর মহানগরীর কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকায় বড় ভবানীপুর মৌজার বনভূমির গেজেটভুক্ত সিএস-২২১ দাগ ও আরএস-৬৫ দাগের বনের জমিতে শাল-গজারি গাছ কেটে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণ করে জমিগুলো জবরদখলের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, জয়েন্ট স্টার ফ্যাক্টরির কর্তৃপক্ষসহ একদল ভূমিদস্যু প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের কাছে বনভূমির জমিতে অবৈধভাবে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণের বিষয়ে অভিযোগ পৌঁছানোর পরে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান হোসেন জমিটি দখলমুক্ত করতে কার্যক্রম শুরু করেন।
নির্দেশনা অনুযায়ী বনভূমি জমিটিতে রাস্তা নির্মাণ বন্ধ রাখতে ব্যবস্থা নেয়া হলেও রাতের আঁধারে ভূমিদস্যুরা বনভূমির জমিতে বালি দিয়ে ভরাট করে ইট সলিং রাস্তা নির্মাণ করে পুনরায় দখলে নিয়েছে, যা প্রশাসনের নজরদারির প্রতি এক গুরুতর প্রশ্নচিহ্ন হিসেবে দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দারা জানান, বারবার এমন অবৈধ জবরদখলের ফলে বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, যা প্রাকৃতিক পরিবেশ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।
ক্ষমতাসীন ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জবরদখল বন্ধ রাখার দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
এ বিষয়ে কাশিমপুর বিট কর্মকর্তা সুলাইমান হোসেন বলেন, 'জয়েন্ট স্টার ফ্যাক্টরি কর্তৃপক্ষ বনভূমির গজারি গাছ কেটে রাতের আঁধারে রাস্তা নির্মাণ করেছে। তাদের কাজে বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করতে আসে।'
বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের জানানো হয়েছে। এছাড়াও তাদেরকে একদিনের সময় দেওয়া হয়েছে। তারা যদি তাদের ইট দিয়ে ঢালাইকৃত রাস্তা সরিয়ে না নেয়, তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।
এ ব্যাপারে বন অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ. এস.এম. জহির উদ্দিন আকন বলেন, 'বনভূমির জমি দখল করে রাস্তা নির্মাণ করার কোন সুযোগ নেই। তবে কেউ যদি রাস্তা নির্মাণ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বনভূমির জমি পুনরুদ্ধার করা হবে।'
এসআর