এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চৌহালী প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম
    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

    চৌহালী প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

    জনবল সংকটে ভুগছে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যার ফলে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম, স্থবিরতা বিরাজ করছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে। দেখা দিচ্ছে নানা জটিলতা।

    উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ বদলী যাওয়ায় বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার পদটি শূন্য রয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা কর্মকর্তার ৬টি শূন্য পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ১ জন এবং অফিস সহকারী ৪ জনের মধ্যে ১ জনসহ মোট ২ জন। আর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম জাহাঙ্গীর আলম উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্বে রয়েছেন। এছাড়া উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ এবং উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর পদটিও রয়েছে শূন্য।

    উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৫০ জন শিক্ষক ও প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর তদারকির দায়িত্বে বর্তমানে রয়েছে মাত্র একজন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার।

    এদিকে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তদারকির অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অভাবে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন না হওয়ায় এগুলোর কার্যক্রম ঠিকমতো চলছে না বলেও জানা গেছে। এ ছাড়া চলমান উন্নয়ন কাজ সঠিক সময়ে দেখভাল করাও সম্ভব হচ্ছে না। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার এসব বিদ্যালয় নিয়ে ৫টি ক্লাস্টার গঠিত। মাসে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারসহ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদ ৬টি শূন্য থাকায় সমন্বয় সভায় কাঙ্খিত লক্ষ্য অর্জিত হচ্ছে না।

    এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, পদ শূন্য থাকলেও তিনিসহ শিক্ষকরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত নিরন্তর চেষ্টা করছেন। এতে তাদের কষ্ট হচ্ছে। তবে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি। তাহলে বিদ্যালয়ে লেখাপড়ার মান আরও ভালো হবে এবং আমার একার পক্ষে এসব দায়িত্ব পালন করা হিমশিম খাচ্ছি।

    সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশীদ বলেন, চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদসহ অন্যান্য খালি পদ পূরণে লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। খুব দ্রুত শূন্য পদ পূরণ হবে এবং যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন তাকে আর্থিক দায়িত্ব প্রদান করা হবে খুব শীঘ্রই।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…