ইতালিতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ইতালির ভিছেন্সা প্রভিন্স বিএনপি ও যুব দলের উদ্যোগে আলতে মন্তেকীও বাংলাদেশী মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও শুক্রবার (২৮ নভেম্বর) ইতালির প্রতিটি প্রভিন্সে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
ভিছেন্সা বিএনপির সদ্য সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সিকদার মোহাম্মদ কাদের, সদ্য সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার মুসল্লিদেরকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অসুস্থতার কথা বর্ণনা করে সবার কাছে দোয়া চান।
এ সময় ভিছেন্সা বিএনপি'র সদ্য সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সিকদার মোহাম্মদ কাদের, সদ্য সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তারসহ ভিছেন্সা বিএনপির সদ্য সাবেক সদস্য ও যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান খান, সদ্য সাবেক সহসভাপতি জাফর আহমেদ, সদ্য সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদ্য সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আফতাব আহমেদ ভূঁইয়া শাকিল, সাবেক ছাত্রনেতা মামুন খান, সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, যুবদল জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ হাসান নয়ন, যুবদল সহসভাপতি সাইফুল ইসলাম জুয়েল, সহসভাপতি সোহেল সারেঙ্গ, মোহাম্মদ রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইখা