নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে একশ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সদর থানার রজাকপুর ডানা পার্ক এলাকা থেকে ইকরামুল (৩৬) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ভাটা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা ১০০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ঘটনাটি তদন্তের পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত নওগাঁ গঠনে জেলা পুলিশ ইতোমধ্যে ধারাবাহিক ও কার্যকর অভিযান শুরু করেছে। মাদককারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযানে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে স্থানীয়দেরয় সচেতন হওয়ার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।
ইখা