আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের নতুন জার্সি উন্মোচন করল ভারত। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হলো রোহিত শর্মাকে।
বুধবার (৩ ডিসেম্বর) নতুন জার্সি উন্মোচনের মঞ্চে রোহিতের সঙ্গে ছিলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। নতুন কিটের ডিজাইন, রঙ এবং থিম উঠে আসে অনুষ্ঠানে।
রোহিত বলেন, ‘২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আবার শিরোপা পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে ১৫ বছরের বেশি। পথচলাটা সহজ ছিল না—উত্থান-পতনে ভরা। গতবার আবার ট্রফি হাতে নেওয়ার অনুভূতি ছিল সত্যিই অবিশ্বাস্য।’
তিনি আরও যোগ করেন, ‘পরের বিশ্বকাপ আমাদের ঘরের মাঠে। আমরা দারুণ এক প্রতিযোগিতা আশা করছি। দলের জন্য আমার শুভকামনা থাকবে সবসময়। আমি নিশ্চিত, সবাই দলকে সমর্থন করবেন এবং আমাদের খেলোয়াড়রাও সেরাটা দিয়ে লড়াই করবে।’
টি–টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সুরিয়াকুমার যাদব অবশ্য অনুষ্ঠানে থাকতে পারেননি। তিনি মুম্বইয়ের হয়ে মুসতাক আলি ট্রফিতে ব্যস্ত থাকায় জার্সি উন্মোচনে যোগ দিতে পারেননি।
আরডি