ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ‘ত্রিশালের জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি শুধু একজন প্রার্থী নই, আমি আপনাদের লোক। আজকে যে বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষকে বিজয়ী করার জন্য এগিয়ে এসেছেন, তাতে আমি উৎসাহিত। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধা আমাদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ত্রিশাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশাররফ হোসেন জুয়েলের সমর্থকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ডা.মাহবুবুর রহমান লিটন তার বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও মাঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন জুয়েল, ত্রিশাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার শাহজাহান কবির প্রমুখ।
ইখা