মাদারীপুর-১ আসনে শেষ পর্যন্ত প্রার্থী বদলের পথে হাঁটল বিএনপি। এর আগে ৩ নভেম্বর এ আসনে কামাল জামান মোল্লাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে এলাকায় ব্যাপক অসন্তোষ ও প্রতিবাদের মুখে পড়ে বিএনপি। পরে দলের কেন্দ্র থেকে তার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় মাদারীপুর-১ থেকে নতুন প্রার্থী হিসেবে উঠে আসে নাদিরা মিঠুর নাম।
নাদিরা মিঠু শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। এর আগেও তিনি দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের আশা নতুন নেতৃত্ব মাঠে নামায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির অবস্থান আরও দৃঢ় হবে।
এসএম