আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলের সঙ্গে পথ আলাদা করে। এরপরই তিনি ঘোষণা দেন টুর্নামেন্টটি থেকে অবসর নেওয়ার। যদিও অবসর না নিলে নিলামে তার দল পাওয়ার সম্ভাবনা ছিল, তবু কেন এখনই সরে দাঁড়ালেন—সেটির ব্যাখ্যাই জানালেন এই ক্যারিবীয় তারকা।
গত কয়েক মৌসুমে ব্যাট হাতে রাসেলের ধার কমেছে। সর্বশেষ আসরেও পাননি তেমন সাফল্য—পুরো টুর্নামেন্টে করেছিলেন মাত্র ১৬৭ রান। নিজের এই ধীরগতির ফর্মই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে বলে জানালেন তিনি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘উসাইন বোল্ট বা এবি ডি ভিলিয়ার্সকে দেখুন—তারা সেরা অবস্থায় থাকতেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন সবাই প্রশ্ন তুলেছিল, কেন? আমিও সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি। সময়ের সাথে ম্লান হয়ে যেতে চাই না; কিছু রেখে যেতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস, অবসর নেওয়ার সেরা সময় তখনই, যখন মানুষ জানতে চায় “কেন এখন?”—যখন নয় যে মানুষ বলে, “আসলে অনেক আগেই নেওয়া উচিত ছিল।”’
আইপিএল থেকে অবসর নিলেও কলকাতার সঙ্গেই থাকছেন রাসেল। আগামী মৌসুমে তিনি কাজ করবেন দলের পাওয়ার কোচ হিসেবে।
নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘যতটুকু পারি দলের কাজে লাগতে চাই। আমার জন্যও এটা একেবারে নতুন অভিজ্ঞতা। তবে এতদিন মাঠে থাকার ফলে বোঝা যায়, ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। অভিষেক নায়ার, শেন ওয়াটসন, টিম সাউদি ও ডিজে ব্রাভো—সবাই মিলে শিগগিরই বসব এবং ভূমিকা ভাগ করে নেব। জিম, ফিটনেস বা অন্য যে কোনো জায়গায় দলের প্রয়োজন হলে আমি সাহায্য করতে প্রস্তুত।’
আরডি