রাজধানীর গুলশানে মেহেদী হাসান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় স্বার্থান্বেষী মহল এ হুমকির পেছনে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হুমকির শিকার ব্যবসায়ীর পক্ষে তাঁর আত্মীয় ও ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ মেহেদী হাসান বাদী হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আবুল খায়ের (৫৬) চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো সওদাগর পাড়া গ্রামের বাসিন্দা আবদুল হাই-এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে গুলশানের নিজ বাসায় অবস্থানকালে অভিযুক্ত মোহাম্মদ আবুল খায়ের হোয়াটসঅ্যাপে ফোন দেয়। কলে তিনি বিপ্লবকে এলাকায় গেলে ‘খুন করে ফেলা হবে’ বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
জানা গেছে, ভুক্তভোগী মেহেদী হাসান বিপ্লব ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময় তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে যাতায়াত করেন। পাশাপাশি তিনি উক্ত এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন। তাঁর দাবি, এসব সামাজিক উদ্যোগের কারণে এলাকার কিছু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে হিংসাপরায়ণ হয়ে উঠেছে।
মেহেদী হাসান বিপ্লব সময়ের কণ্ঠস্বরকে বলেন, আবুল খায়েরের বাড়ি একই ইউনিয়নে হলেও তাঁর সঙ্গে আমার বিশেষ পরিচয় নেই। বুধবার বিকেলে তিনি ফোন দিয়ে তাঁর মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করার কথা বলেন। এতে সম্মতি না দেওয়ায় তিনি আমাকে এলাকার গেলে মেরে ফেলার হুমকি দেন।
এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মো. হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এসকে/আরআই