নেত্রকোনায় ধানক্ষেত থেকে বিরল প্রজাতির দুটি মেছো বিড়ালের ছানা উদ্ধার । উদ্ধারের পর স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ জানায় এদের বনে অবমুক্ত করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের সাতপাই চকপাড়া রেল লাইনের পাশের একটি ধানক্ষেত থেকে মেছো বিড়ালের বাচ্চা দুটি উদ্ধার করে ধান কাটাতে আসা কৃষক শাহজাহান মিয়া।
পরে স্থানীয় চা বিক্রেতা মাসুদ মিয়া বাচ্চাগুলোকে উদ্ধার করে দোকানের হাঁস মুরগির ঘরে আশ্রয় দেন। খবর পেয়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর প্রতিষ্ঠাতা রিফাত আহমেদ রাসেল ও নেত্রকোনা পেট রেস্কিউ টিমের প্রতিষ্ঠাতা খান মাহবুব আলম আবিদ সন্ধ্যায় বন বিভাগের সদস্য ইন্দ্রজিৎ সরকারের কাছে বাচ্চা দুটি হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, সাতপাই চকপাড়া এলাকার তুরাব মিয়া ধান ক্ষেত সকাল থেকে ধান সংগ্রহ শুরু করেন শ্রমিকরা। এই সময় ধান ক্ষেত থেকে পরপর দুইটি মেছো বিড়ালের ছানা বেরিয়ে আসলে স্থানীয়রা আটক করে। বিষয়টি দেখতে পেয়ে পাশের চায়ের দোকানদার মাসুদ মিয়া উদ্ধার করে লোহার খাঁচায় আশ্রয় দেয়। এদিকে বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চা গুলো মেছো বিড়ালের ছানা বলে শনাক্ত করে বন বিভাগে খবর দেন।
শাহজাহান মিয়া জানান, ধান ক্ষেতে একটি বড় মেছো বিড়াল সহ মোট তিনটি ছানা ছিলো। কিন্তু ধান কাটার শ্রমিকদের উপস্থিতি টের পেয়ে বড় মেছো বিড়াল ও একটি ছানা পালিয়ে চলে যায়। আর শ্রমিকদের হাতে ধরা পড়ে দুইটি ছানা।
এদিকে স্বেচ্ছাসেবক ও বন বিভাগে সদস্যরা জানান, বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ শেষে পূর্বস্থানের আশপাশেই পুনরায় অবমুক্তের ব্যবস্থা করা হবে।
এর আগে গত রবিবার দুর্গাপুরে হাঁস মুরগির ঘর থেকে উদ্ধারের পর আরো দুটি মেছো বিড়ালের ছানা বনে অবমুক্ত করা হয়।
এফএস