চট্টগ্রাম-১৫ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানের সমর্থকরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া ও লোহাগাড়া সীমান্তবর্তী ঠাকুরদিঘী বাজার এলাকায় তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডাল ফেলে এবং আগুন জ্বালিয়ে মহাসড়ক পুরোপুরি অবরোধ করে দেন। আকস্মিক এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ খবরে ক্ষুব্ধ হয়ে মজিবুর রহমানের অনুসারীরা এ মশাল মিছিল বের করেন এবং মহাসড়কের আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা মজিবুর রহমান বলেন, তিনি বর্তমানে সাতকানিয়ার বাইরে অবস্থান করছেন। নাজমুল মোস্তফা আমিনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কিছু কর্মী-সমর্থক সড়ক অবরোধ করেছে বলে তিনি শুনেছেন বলে জানান।
এফএস