আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
মনোনয়ন পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে টুকু বলেন, ৩৭ বছরের রাজনৈতিক জীবনে ত্যাগ ও শ্রমের যে মূল্যায়ন দল করেছে, তা তার জীবনের বড় প্রাপ্তি। তিনি বলেন, অসংখ্যবার জেল খেটেছি, টানা ৪৬ দিন রিমান্ডসহ নানা নির্যাতনের মধ্যেও দল ও জনগণের পাশে ছিলাম। জিয়া পরিবার আমার ওপর আস্থা রেখেছে, এর জন্য কৃতজ্ঞ।
রাতে সময়ের কণ্ঠস্বর-এর সঙ্গে মুঠোফোনে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু জানান, মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে তার দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকমুক্ত, নিরাপদ ও একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে চাই।
মনোনয়ন ঘোষণার দিন টুকু পাঁচটি দোয়া মাহফিলে অংশ নেন এবং রাতে আরও চারটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানান। তিনি বলেন- এখনও আমি রাস্তায় আছি। মানুষের দোয়া ও সমর্থনই আমার শক্তি। সর্বোপরি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এটাই আমার প্রার্থনা।
এদিকে মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মীদের মিছিল বা শোভাযাত্রা না করার অনুরোধ জানান টুকু। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন উল্লাস, মিছিল বা মিষ্টি বিতরণ না করেন। দায়িত্বশীল আচরণ বজায় রাখা জরুরি। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি এবং শান্ত পরিবেশ বজায় রাখি। তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় সংযম, সচেতনতা ও ঐক্যই আমাদের সর্বোচ্চ শক্তি।
সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিশ্রম, ত্যাগ ও সংগঠনের মাধ্যমে তিনি জিয়া পরিবারের আস্থা অর্জন করেছেন। দলের তৃণমূলের একটি বড় অংশ শুরু থেকেই তার পক্ষে অবস্থান নিয়েছে।
স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে অটুট। ফলে স্বাভাবিকভাবেই মনোনয়ন ঘোষণার পর টুকুর সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, দীর্ঘদিন রাজপথে সংগ্রাম, নির্যাতন ও ত্যাগের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করা একজন নেতাকে মনোনয়ন দিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
এসকে/আরআই