উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেই অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে সেটি এখনও কাতার থেকে ছাড়েনি।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনকে বহন করায় জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স রওয়ানার দেয়নি। ফলে, সেটি কখন কাতার থেকে ছেড়ে আসবে, তা এখনও জানা যায়নি।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিত আকারে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের শিডিউল জানাবে।
এর আগে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।