বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। ৬ ডিসেম্বর (শনিবার) প্রথম কাউন্সিলে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২০১৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রথম কমিটি গঠিত হয়। সে সময় রেজা শরিফকে সভাপতি ও হাসান আল হাসিবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ৩১ মার্চ ২০২১ সালে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
২০২৪ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ২০২৫ সালের ১১ মে কেন্দ্রীয় ছাত্রদল তিন সদস্যের একটি টিম গঠন করে। টিমের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি দিপু; সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু এবং তারেক হাসান মামুন।
এরপর ২২ মে ক্যাম্পাসে তারা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ২৯ জুলাই কীর্তনখোলা হল রুমে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনের ধারাবাহিকতায় শুরু হয় নতুন কমিটি গঠনের নির্বাচন প্রক্রিয়া।
সেই নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন প্রার্থীদের যাচাই–বাছাই শেষে তিন পদে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে।
প্রার্থী তালিকায় সভাপতি পদে লড়বেন ৫ জন মো. সাব্বির হোসাইন, আশিক আহমেদ, মো. মোশাররফ হোসেন, মিনহাজুল ইসলাম ও রাকিব হাসান রকি, সাধারণ সম্পাদক পদে লড়বেন ৩ জন, মো. ইত্তেসাফ আর রাফি, মো. আরিফ হোসাইন শান্ত ও মো. ওয়াহিদুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন ২ জন, মো. মিজানুর রহমান ও বিল্লাল হোসেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দ্বিতীয় কমিটি ও প্রথম নির্বাচিত কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হবে এমন প্রত্যাশা করছে সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনটি অনুষ্ঠিত হবে।
ইখা