বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার আসছে না। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। মির্জা ফখরুল আরও জানিয়েছেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।
গণমাধ্যমে বিএনপির মিডিয়া সেলও বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে যাত্রার পরিকল্পনায় পরিবর্তনের খবর জানান বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে। বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রবিবার (৭ তারিখ) ফ্লাই করবেন ম্যাডাম। যদিও বিমান কখন ছাড়বে সেটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’
এদিকে, বিএনপির একটি সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন খালেদা জিয়াকে। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে।
গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।’
ইখা