এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতারা, কুশপুতুল দাহ করে প্রতিবাদ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

    মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ বিএনপি নেতারা, কুশপুতুল দাহ করে প্রতিবাদ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

    কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত দুই প্রার্থীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে দুই নেতাদের সমর্থকেরা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ করেছে।

    গতকাল রবিবার (৭ ডিসেম্বর) রাতে জেলা শহরের কালিবাড়ী মোড় এলাকা থেকে বঞ্চিত মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম করিম খান চুন্নু ও খালেদ সাইফুল্লাহ সোহেল এর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।

    মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা সভাপতি মো. শরীফুল আলমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, রোগী ও চালকরা।

    মিছিলে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল ও মোঃ মাহবুবুজ্জামান তালুকদারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

    জানা যায়, রেজাউল করিম খান চুন্নু ও খালেদ সাইফুল্লাহ সোহেল দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। প্রার্থী ঘোষণার পরই এই আসনে বিরোধ তৈরি হয়।

    এর আগে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু তীব্র সমালোচনা করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। জেলা শহরের স্টেশন রোডে নিজের ব্যাক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা-দীক্ষা, পারিবারিক অবস্থানসহ সবদিক দিয়ে তিনি পিছিয়ে থাকা সত্তে¡ও শুধুুমাত্র অনৈতিক ও চোরাই পথ অবলম্বন করে প্রার্থীতা নিশ্চিত করেছেন।

    রেজাউল করিম করিম খান চুন্নু আরও বলেন, বিএনপির মনোনয়ন পাওয়া মাজহারুল ইসলাম গত ১৮ বছর আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ঘুমাত এবং সেখান থেকে উনাদের পরামর্শ নিয়ে দিনে বিএনপি করত। একটা মামলাও তার বিরুদ্ধে হয়নি। শুধু চাঁদা ও পয়সার জন্যই তার জীবন। বরন বাইরে তার কোন অস্তিত্ব নাই।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…