এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে অব্যাহতি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

    স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে অব্যাহতি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

    ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে (ওটি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে অসদাচরণের অভিযোগে হাসপাতালের ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

    শনিবার (৬ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

    এই তথ্য নিশ্চিত করে হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনুদ্দিন জানান, হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরের সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালটি ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণ সরকারি বিধি ভঙ্গ করে অসদাচরণ করেন এবং তর্কে জড়িয়েছেন। এ কারণেই তাকে শোকজ নোটিশ দেওয়াসহ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসা বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

    এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, তীব্র জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তাঁর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌‘পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে এখন বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না।’

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জনবল সংকট ও কাজের চাপ নিয়ে চিকিৎসকের ক্ষোভ প্রকাশ এবং তার জেরে ডিজির তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…