অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রেণীর ভর্তির অনলাইনে লটারির ফলাফল বালক বিদ্যালয়ের প্রধান ফটকে টানানো হয়। দিবা শাখায় ৪৪ নম্বর তালিকায় মোছা. সুমাইয়া খাতুনের নাম দেখে অনেকে অবাক হন। সুমাইয়া নাটোর শহরের কানাইালী এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
এবিষয়ে মোহাম্মদ আলী জানান, কিছুদিন আগে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তির জন্য শহরের কানাইখালী এলাকার হকার্স মার্কেটের একটি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করেন। বিকেলে বালিকা বিদ্যালয়ে গিয়ে তালিকায় তার মেয়ের নাম না দেখে ফিরে আসেন। পরবর্তীতে তার এক বন্ধুর কাছে বিষয়টি শুনেছেন। কম্পিউটারের দোকানদার আবেদনের সময় ভুলের কারণে তার মেয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি থেকে বঞ্চিত হলো বলে জানান তিনি।
নাটোর সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের সভাপতি নাটোররের জেলা প্রশাসক আসমা শাহীন জানান, বিষয়টি তিনি জানতেন না। খোঁজ নিচ্ছেন।
এফএস