এইমাত্র
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হচ্ছেন ৩০ জন
  • নবম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা
  • টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
  • জামায়াত নেতা নিহত হওয়ার পর ঝিনাইগাতীতে ইউএনও–ওসি প্রত্যাহার
  • ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন
  • জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
  • চতুর্থবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • আজ শুক্রবার, ১৬ মাঘ, ১৪৩২ | ৩০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিখোঁজের তিনদিন পর সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৯ এএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৯ এএম

    নিখোঁজের তিনদিন পর সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৯ এএম

    নরসিংদীর বেলাবোতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ছাত্রলীগ নেতার নাম মো: আজিমুল কাদের ভূইয়া (৪০)। তিনি বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। আজীম বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী ছিলেন।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক।

    বৃহস্পতিবার রাতে নাগের বাজার এলাকায় একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে আজিমের স্বজনরা তাকে সনাক্ত করেন। ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

    তার পরিবার আরও  জানায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তাঁর পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে নিহতের পরিবার কোনো তথ্য জানত না। নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খামারে থাকা সব মুরগিও উধাও হয়েছে।

    বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৮ টার দিকে ডুবাই একটা বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…