বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কৃতি সন্তান রাদওয়ান রিদভী আকিফ। দেশজুড়ে হাজারো মেধাবী পরীক্ষার্থীকে পেছনে ফেলে এই অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি নিজের মেধার উজ্জ্বল প্রমাণ রাখলেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে বুয়েট কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করলে আকিফের সাফল্যের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গজারিয়াসহ পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।
আকিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার এই অর্জনকে ‘বিক্রমপুরের গর্ব’ হিসেবে উল্লেখ করছেন।
সাফল্যের অনুভূতি জানিয়ে আকিফ বলেন, ‘বুয়েটের মতো দেশের শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম স্থান অর্জন করা আমার জীবনের অন্যতম বড় অর্জন। দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রম ও সৃষ্টিকর্তার অশেষ কৃপা না থাকলে এই সাফল্য সম্ভব হতো না।’
এ বছর বুয়েটের প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ৩০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫১ জন শিক্ষার্থী। গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৬৪৪ জন ছাত্র এবং ২ হাজার ৭০৭ জন ছাত্রী ছিলেন। তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন আকিফ।
স্থানীয়দের ধারণা, আকিফের এই সাফল্য গজারিয়ার শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও অনেককে স্বপ্ন দেখাবে।
এফএস