এইমাত্র
  • চট্টগ্রামে ভোটকেন্দ্র ঘিরে শঙ্কা, ঝুঁকিপূর্ণ তালিকায় ৬৫৩ কেন্দ্র
  • হঠাৎ মারাত্মক ধসের মুখে জাতিসংঘ, চাঁদা চেয়ে চিঠি মহাসচিবের
  • ক্ষমতায় এলে কৃষকের ঋণ ও মায়েদের এনজিও কিস্তির দায় নেবে সরকার: মির্জা ফখরুল
  • ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ
  • ইবিতে দুই নতুন ভবনের নাম ‘শহীদ আবরার ফাহাদ হল’ ও ‘কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবন’
  • মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ ‘বুলেট গ্যাং’ প্রধান গ্রেপ্তার
  • জামালপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমির ডাঃ শফিক
  • ভোলায় নির্বাচনী প্রচারে জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত অন্তত ১০
  • নড়াইল-২ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস
  • সারাদেশে আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  • আজ শনিবার, ১৮ মাঘ, ১৪৩২ | ৩১ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানো থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে গণভোটের পক্ষে ‘হ্যা’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। 

    ইসির এই নির্দেশনা বাস্তবায়নে সব কর্মকর্তা-কর্মচারীদের অফিশিয়ালি নির্দেশনা দেওয়া হবে। 

    শুক্রবার গণভোটের প্রচারণা বিষয়ে গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ এর প্রচার বিষয়ে নির্বাচন কমিশনের যে নির্দেশনা তা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।

    তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি গণমাধ্যমের সুবাদে সবাই জেনেছেন। এখন অফিসিয়ালি জানানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।

    এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক জানান, নির্বাচনের কমিশনের বিধি ছিল না বলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার ব্যাপারে কোন প্রচারণা চালানো হবে না। নির্বাচন কমিশন বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা অংশ নেবে না। 

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…