শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ আদায়ে মসজিদে যান মান্নান গাজী। নামাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীকে খাটের ওপর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর এলাকায় ডাকাত পড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং মসজিদে মাইকিং করা হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডাকাতির বিষয়টি এখনো নিশ্চিত নয়, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এআই