এইমাত্র
  • চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু
  • সুনামগঞ্জে নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের
  • মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার
  • সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
  • বাংলাদেশে ঈদ কবে, যা জানাল মধ্যপ্রাচ্যের গণমাধ্যম
  • রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যশোর
  • দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • পাকিস্তানে ঈদ সোমবার
  • সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন: রিজভী
  • চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, সকাল ১০টায় ঈদের জামাত
  • আজ রবিবার, ১৬ চৈত্র, ১৪৩১ | ৩০ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    মিরসরাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে সংঘর্ষের শঙ্কা, ১৪৪ ধারা জারি

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

    মিরসরাইয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে সংঘর্ষের শঙ্কা, ১৪৪ ধারা জারি

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের আশঙ্কায় মিরসরাই উপজেলা চত্বর ও তার সংলগ্ন ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট মাহফুজা জেরিন।

    বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।

    খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিলো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীরা। অপরদিকে, সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

    বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা অব্যাহত থাকবে। এ সময়ে সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণ জমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ লঙ্ঘন কারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

    তিনি আরও জানান, তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা আয়োজনসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…