মাগুরায় জাকারিয়া রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ ৩লাখ ১১হাজার টাকা, তার ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি কার্ড নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা মর্মে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে মাগুরা শহরের যশোর সড়কে পাসপোর্ট অফিসের সামনে তৈল পাম্প থেকে তৈল নেওয়ার সময় এই ঘটনা ঘটে। এঘটনায় মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি এবং আজ বুধবার মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
ভুক্তোভোগী জাকারিয়া মাগুরা শহরের জজকোর্ট পাড়া এলাকার ওবায়দুর রহমানের পুত্র। তিনি ওমেরা গ্যাস কম্পানির মাগুরা জেলার একজন ডিলার।
জাকারিয়া জানান, গত রবিবার (২৩ মার্চ ) দুপুরে তার নিজস্ব প্রাইভেট কার নিয়ে পাম্পে তৈল আনতে যান তিনি। এসময় বক্কার মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৮), আজগর মোল্যার ছেলে আলামিন মোল্যা (২৫), রেন্টু মোল্যার ছেলে নাছির মোল্যা, রেন্টু মোল্যা ও সাইফুল মোল্যারসহ অন্যান্য আসামিরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ঘটনা ঘটনায়। আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাকারিয়া ও তার পিতা। এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিবেশক সমিতির সভাপতি মনজুরুল কবির, সাধারণ সম্পাদক শরিফ শাহীনুর রহমান ও উপদেষ্টা বাবুল কুমার কুরিসহ সাধারণ ব্যবসায়ীরা।
এআই