এ যেন বারবার নিয়তির আগুনে পুড়ছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা। গত এক বছরে দীঘিনালা লারমা স্কয়ার বাজারে তিনবারসহ উপজেলার বিভিন্ন জায়গায় একাধিকবার পুড়েছে মানুষের বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ নানা স্থাপনা। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে শতশত পরিবার।
বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে দীঘিনালার লারমা স্কয়ার বাজারের পাশে বোয়ালখালী নিচের বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা পরবর্তী ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, খাগড়াছড়ি ইউনিট, লংগদু ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ততক্ষণে তৃপ্তি হোটেলসহ কাপড়ের দোকান, হার্ডওয়ারের দোকান, মুদি দোকান, কাঠের দোকান, সেলুন, ফার্মেসী, কুলিংকর্ণার সহ প্রায় ২৪টি স্থাপনা পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. জাকারিয়া। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও কোনো এক হোটেল বা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বোয়ালখালী নিচের বাজারের অনেকগুলো বিভিন্ন ধরনের দোকান পুড়ে যায়। ঈদকে সামনে রেখে প্রতিটা দোকানেই ভরপুর মালামাল ছিলো। এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানান, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।
এসআর