অবশেষে চালু হলো নরসিংদী জেলা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী স্বপ্নের ট্রেন নরসিংদী কমিউটার।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি ৭.৩০ এসে নরসিংদী পৌছায়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমুখ।
নতুন ট্রেনের যাত্রা শুরু উপলক্ষে সকাল থেকেই লেগেছিল উৎসবের আমেজ। শত শত মানুষ উপস্থিত ছিল ট্রেন টি দেখতে ও ভ্রমন করতে। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে। নতুন ট্রেনের যাত্রায় ও অল্প সময়ে ঢাকা যেতে পারার সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত স্থানীয় যাত্রীরা । নরসিংদী যাত্রী কমিউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় যাত্রীদের কে।
স্থানীয়রা জানান, নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হলো। প্রতিদিন শত শত চাকুরীজিবী, ছাত্র ও শ্রমজীবী মানুষ নরসিংদী থেকে ঢাকা যায়।এই ট্রেনটি চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ রাজধানী শহর ঢাকায় দিনে দিনে খুব সহজেই যার যার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া জেলার ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও পন্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ট্রেনটি।
স্টেশনে মাইকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় যেতে ট্রেনের টিকেট কিনে প্রতিদিন যাতায়াতকারী শাওন আহমেদ জানান,, “ আমি প্রতিদিন ঢাকা গিয়ে চাকুরী করি, আবার সন্ধায় অফিস শেষে বাড়ি ফিরি। নতুন এই ট্রেন চালু হওয়ায় নরসিংদী বাসীর জন্য এক রহমহত বলা যায়। এই ট্রেনের মাধ্যমে দিনে দিনে ঢাকা আসা যাওয়া সহ যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচন হল আজ।"
এই ট্রেনের আসন বিন্যাস অন্যান্য কমিউটার ট্রেনের মতো নয়। ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেনটির আসন বিন্যাস মেট্রোরেলের মতো। দুই পাশে বেঞ্চের মতো আসন; মাঝে দাঁড়ানোর পরিসর বাড়ানো হয়েছে। ট্রেনে ১১টি বগি রয়েছে। তবে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত রয়েছে। ট্রেনটিতে ৬৫২ জন যাত্রীর জন্য নির্ধারিত বসার সিট রয়েছে। এছাড়াও দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ট্রেন ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিক জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটির বিশেষ ব্যবস্থা হল মহিলাদের জন্য আলাদা সংরক্ষিত বগি রয়েছে এতে।
বাংলাদেশ রেলওয়ে সুত্রে জানা যায়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।
বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি বলেন, বাংলাদেশ রেলওয়ে প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীদের নায্য সেবা দেওয়ার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়েছে। সকাল ৯টায় উপদেষ্টা মহোদয় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে ট্রেন উদ্বোধন করবেন।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হলো। সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশন থেকে কমিউটান ট্রেন যাত্রা শুরু হয়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা স্টেশনে এসে যার যার গন্তব্যে যেতে কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করেন। তারপর নির্ধারিত সময়ে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এসআর