এইমাত্র
  • সুনামগঞ্জে নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের
  • মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার
  • সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
  • বাংলাদেশে ঈদ কবে, যা জানাল মধ্যপ্রাচ্যের গণমাধ্যম
  • রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যশোর
  • দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • পাকিস্তানে ঈদ সোমবার
  • সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন: রিজভী
  • চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, সকাল ১০টায় ঈদের জামাত
  • 'শ্রোতার সঙ্গে শিল্পীর সংযোগ' শীর্ষক কর্মশালায় প্রশিক্ষক মিলা
  • আজ রবিবার, ১৫ চৈত্র, ১৪৩১ | ৩০ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ঈদযাত্রায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে বাড়ছে যাত্রী ও গণপরিবহনের চাপ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

    ঈদযাত্রায় চন্দ্রা-নবীনগর মহাসড়কে বাড়ছে যাত্রী ও গণপরিবহনের চাপ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

    নাড়ীর টানে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিকেল থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়কে গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

    জানা যায়, আসন্ন ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে মহাসড়কে বিকেল থেকেই গণপরিবহন ও যাত্রীর ব্যাপক চাপ রয়েছে। থেমে থেমে চলছে পরিবহন। এদিকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে করে বাড়ি যাচ্ছেন তারা।

    জেলায় কিছু শিল্পকারখানা ছুটি হয়েছে। এদিকে সরকারি বেসরকারি অফিস বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন তারা।ফলে মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানান পুলিশ সদস্যরা।তবে যাত্রীরা নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে তার জন্য পুলিশের বাড়তি নজরদারি রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়াও চুরি ডাকাতি ছিনতাই বন্ধে মহাসড়কে পুলিশের মোবাইল পার্টি টহল জোরদার করা হয়েছে।

    রংপুরের আব্দুল আজিজ জানান, আমাদের গার্মেন্টস গতকাল ছুটি হয়ে যাওয়ায় পরিবার নিয়ে ভোগান্তির আগেই চলে যাচ্ছি, গাড়ীর কিছুটা চাপ আছে তবে সব কারখানা ছুটি না হওয়ায় যাত্রীর চাপ তেমন নাই, রংপুরের মর্ডান মোড় এলাকায় যাবো ভাড়া ডাবলের চেয়ে অধিক চাচ্ছে,প্রশাসনের নজর না থাকলে বাড়ী ফেরা মানুষ ভাড়ার ভোগান্তিতে পড়তে হবে।

    রাজশাহীর বিলকিস বেগম বলেন, ছুটি পেয়ে আগেই চলে যাচ্ছি,ভাড়া বেশী চাচ্ছে বেতন পাই আর কত বাড়িতে যাওয়া আসায় সব চলে যায়, ভাড়ার বিষয়টা সরকার নির্ধারণ করে দিলে, আমরা অধিক ভাড়া দেয়া থেকে রেহায় পেতাম।

    গাজীপুর রিজিয়নের সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ন পেয়েন্টে আমাদের পুলিশ থাকবে,যাতে যানজট না লাগে, ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে বাড়িতে পৌছাতে পারে সেই লক্ষ্যে হাইওয়ে পুলিশ কাজ করছে। তাছাড়া ঈদকে পুঁজি করে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ঐ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও চুরি, ছিনতাই যেন না হয় আমাদের সেই দিকেও নজর রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…