ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর আয়োজনে প্রজেক্ট বেজড্ লার্নিং গতকাল সোমবার (১৭ নভেম্বর) ক্যাম্পাসের ১ ও ২নং ভবনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত এ প্রদর্শনীতে ইঞ্জিনিয়ারিংয়ের ৪টি ও বিজনেস সহ মোট ৫টি বিভাগ অংশগ্রহণ করে।
১নং ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগ, এবং ২নং ভবনের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাপ্রসূত প্রদর্শনী পরিদর্শন করেন ইউজিভি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, ইউজিভি’র বোর্ড অব স্টাডিজ এর চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী।
পরিদর্শনকালে তারা বলেন, শিক্ষার্থীরা কেবল বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকে না। তাদের হাতে-কলমে কাজ করার দক্ষতা অর্জন করে। এতে তারা দলগত কাজে সম্পৃক্ত হতে শেখে, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় এবং সমাধানমুখী চিস্তাধারার বিকাশ ঘটে। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনার বিকাশে সাহায্য করে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার পথে এগিয়ে নিয় যায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. মো. সৈয়দ আলী মোল্লা, ইইই—বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোলাম সালেহ্ আহম্মেদ সালেম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রাজ্জাক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রোবায়েত বিন আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদ আলম, রেজিস্ট্রার প্রকৌশলী হাসান মো. কামরুজ্জামান, সহকারী রেজিস্ট্রার রবীন চন্দ্র রায় সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীতে ডিপার্টমেন্ট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ স্মার্ট ভেন্ডিং মেশিন, স্মার্ট ওয়েস্ট ডিসপোজাল বি, ৩৩/১১ কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ডেমো, জিপিএস বেজড কার পার্কিং সিস্টেম, স্টানগান ফর পারসোনাল সেফটি, অটোমেটিক ফুয়েলিং সিস্টেম ফর ভেহিক্যালস ছাড়াও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধার নমুনা হিসাবে, শহীদ মীর মুগ্ধ এক্সপ্রেসওয়ে (অটোমেটিক টোল কালেকশন সিস্টেম), বা নৌ জা আবু সাইদ (স্মার্ট রাডার এন্ড নেভিগেশন সিস্টেম) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের, এক্সট্রাকশন অফ ফুয়েল বাই মিন্স অফ পাইরোলাইসিস প্রসেস, মিনি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট প্রজেক্ট, লো কস্ট বোম্ব ক্যালোরিমিটার কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ফোন বুক ম্যানেজমেন্ট সিস্টেম, হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট রিপোর্ট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, জিম ম্যানেজমেন্ট সিস্টেম, আলফা বিটজ সিস্টেম, সিগমা গ্লোবাল, ভেন্ডিং মেশিন, বেম্যাক্স স্কিল, প্রজেক্ট কমিকো, ডাস্ট ডিফেন্ডার, ডিজিটাল ব্যানার, সৌরজগত এনসাইক্লোপিডিয়া, ডাইনামিক ভিডিও হোস্টিং/স্ট্রিমিং সিস্টেম, সকার রোব, মেটাল ডিটেক্টর, অটোমেটেড ডোর সিস্টেম, প্লাস্টিক রিসাইকেলিং সিস্টেম, কম্পিউটার নিউমেরিকেল কন্ট্রোল, এরিয়া ডিফেন্স সিস্টেম, এডভান্সড রাডার সিস্টেম, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাপ, সার্চ এন্ড রেসকিউ রোবট, লিবারেটর রোবট, রেডিও কন্ট্রোল পে¬ন, মোবাইল অ্যাপ কন্ট্রোল ওয়াটারিং রোবট ফর এগ্রিকালচারার ফিল্ড। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের, ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং, আধুনিক বন্যা নিরসন প্রকল্প, যানজট প্রতিরোধী প্রকল্প, পরিবেশ-বান্ধব রাস্তা, তাপমাত্রা নিরোধক ছাদ।
এইচএ