চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক থেকে ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে কেরানীহাট—বান্দরবান সড়কের কেরনীহাট এলাইট হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইসনান আলম (১৩) কক্সবাজার জেলার উখিয়ার ছোট ইনানী গ্রামের বাহাদুর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ইসনান কেরানীহাটের এলাইট হাসপাতাল এলাকায় তার দুলা ভাইয়ের গ্লাসের দোকানের সামনে ফুটবল খেলছিল। এ সময় বলটি কেরানীহাট—বান্দরবান সড়কের দক্ষিণ পাশে চলে গেলে সে সড়ক পার হয়ে বলটি আনতে যায়। বল নিয়ে সড়ক পার হওয়ার সময় বাজালিয়া মুখী সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে সড়কের উপর পড়ে যায়। এ সময় চট্টগ্রাম মুখী একটি পূর্বাণী পরিবহনের বাসের (চট্টমেট্রো—ব—১১—০১৫১) পেছনের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের দুলা ভাই মো. সাইমুন জানান, বিগত ১০ থেকে ১২ দিন আগে আমার দোকানে গ্লাসের কাজ শেখার জন্য সে গ্রামের বাড়ি থেকে আমার কাছে এসেছে। বিকেলে দোকানের সামনে ফুটবল খেলার সময় হঠাৎ বলটি সড়কের অপর পাশে চলে যায়। বল নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. রায়হান উদ্দিন বলেন, ‘নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আইনিপ্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এমআর