এইমাত্র
  • সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪
  • যশোর হাসপাতালে প্রকাশ্যে দালাল চক্র, সহায়তার নামে প্রতারণা !
  • র‌্যাগিং এক ধরনের ফৌজদারি অপরাধ
  • বিলুপ্তির পথে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া
  • মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী
  • সাবেক এমপি শফিকুল গ্রেপ্তার
  • স্থানীয় নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ পরিবেশ পাবে জনগণ: ভিপি নুর
  • সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’
  • বডি শেমিংয়ের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন দিঘী
  • অবশেষে মুক্তি পাচ্ছে রোশান-রিয়েলীর 'মেকআপ'
  • আজ বৃহস্পতিবার, ২৬ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মাদক দ্বন্দ্বে সিরাজদিখানে ছুরিকাঘাতে ২ জন আহত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

    মাদক দ্বন্দ্বে সিরাজদিখানে ছুরিকাঘাতে ২ জন আহত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছে। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন- মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামের বাবুর মোল্লার ছেলে মো. রিয়াদ (২৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আজমির হোসেন রাজা (১৯)।

    এলাকাবাসী জানায়, আহত ২ জনই ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার টাকা পয়সা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

    মালখানগর ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন খান ও ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হযরত খান জানান, আহত ২ জনেই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা ধারণা করছে মাদক বেচাকেনা নিয়ে অথবা মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষ ছুরিকাঘাত করেছে ।

    সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, রাতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিম আহত থাকার কারণে

    জড়িতদের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে লোকমুখে শোনা যাচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে।

    ভিকটিমের পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। তবে আমাদের তদন্ত চলছে। জড়িতদের অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। মালখানগর এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…