সিরাজগঞ্জের সলঙ্গায় সি-লাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ধোপাকান্দি ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ জানান, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলে যাত্রা বিরতির জন্য হোটেলে ঢোকার সময় ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে সুমন (২৭) নামের আরোহী ঘটনাস্থলে পৌঁছালে সি-লাইন বাসের ধাক্কায় উক্ত স্থানে নিহত হয়। নিহত সুমন গাজীপুর কালিয়াকৈর এলাকার নুর ইসলামের ছেলে।
এ রিপোর্ট লেখার সময় তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
এআই