গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক,কলামিষ্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ জানুয়ারি) প্রেসক্লাব কোটালীপাড়ার আয়োজনে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক হোসেন শহীদ মজনু।
প্রেসক্লাব কোটালীপাড়া’র সভাপতি এইচ এম মেহেদী হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ^াস, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কবি মিন্টু রায়, প্রেসক্লাব কোটালীপাড়া’র সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সাংবাদিক রতন সেন কংকন, মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।
উল্লেখ্য, নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারী রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন।
এমআর